বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ডাটাব্যাজ তৈরীর মাধ্যমে মানুষের ঘরে ঘরে বয়স্ক ভাতার টাকা পৌঁছিয়ে দিচ্ছেন। এখন আর আগের মতো ভাতা নিতে গিয়ে বয়স্ক মানুষদের দুর্ভোগ পোহাতে হয়না।
এতে করে কোথাও কোন অনিয়ম-দুর্ণীতির খবরও আমাদের চোখে পড়েনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সম্পন্ন ডিজিটাল পদ্ধতিতে সারাদেশের ন্যায় কক্সবাজারেও পরিচ্ছন্নভাবে বয়স্ক ভাতা পাচ্ছেন হাজারো অসহায় মানুষ। তারা নামাজ পড়ে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
মঙ্গলবার সকালে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এবকথা বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সফি উদ্দিনের সভাপতিত্বে ও পিন্টু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম ও সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকী।
পরে কক্সবাজার মডেল হাই স্কুল, কে.জি স্কুল ও টেকপাড়া আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মুজিবুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।