Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি প্রেসক্লাবের ‘বিদ্যুৎ রঞ্জন দত্ত স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৩:২৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বিদ্যুৎ রঞ্জন দত্ত স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে পাঠাগারের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। উদ্বোধনকালে ভিসি বলেন, এই প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয়গুলোর প্রচারের পাশাপাশি বিভিন্ন সমস্যার বিষয়ে গঠনমূলক লেখার মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালন করছে প্রেসক্লাব। সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জন্য এই সর্ম্পকিত বই নিয়ে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা একটি প্রশংসনীয় উদ্যোগ।

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন, প্রধান প্রকৌশলী ইঞ্জি. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, বর্তমান সহ-সভাপতি রিফাত আল মামুন, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত বিদ্যুৎ রঞ্জন দত্তের নামে পাঠাগারের নামকরণ করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ