Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিশুকে বাঁচিয়ে হিরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে হারিয়ে যাওয়ার দুইদিন পরে জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের এক শিশুকে। প্রচন্ড শীতে, হিংস্র প্রাণীদের মাঝে দুইদিন সে কিভাবে ছিল জানতে চাইলে ক্যাসি হাথাওয়ে নামের ওই শিশুটি জানায়, তার বন্ধু ভাল্লূক তাকে আগলে রেখেছিল। খবর টাইম অনলাইন।
অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়। গত মঙ্গলবার খেলতে খেলতে শিশুটি জঙ্গলে হারিয়ে যায়। কয়েকশ’ উদ্ধার কর্মী, হেলিপ্টার ও ড্রোন দিয়ে দুইদিন ধরে প্রায় এক হাজার একর বনভ‚মি তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডার কারণে তাকে জীবিত উদ্ধারের আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন সবাই।
উদ্ধারকাজে যুক্ত লিসা ফ্রেকার বৃহষ্পতিবার রাতে কুকুর নিয়ে হাঁটতে বের হলে ক্যাসির কান্না শুনতে পান। পরে সবার সহযোগিতায় জঙ্গলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। দুই এক জায়গায় কেটে গেলেও সে মোটামুটি অক্ষত ছিল।
উদ্ধারের পর শিশু ক্যাসির কথা শুনে সবাই বিষ্মিত হয়েছেন। সে জানায়, তাকে প্রচন্ড শীতে টানা দুই দিন দুই রাত নিজের উষ্ণতা দিয়ে আগলে রেখেছিল তার বন্ধু কালো ভাল্লুক। দুই দিন ওই ‘বন্ধুর’ সঙ্গে খেলা করে কাটিয়েছে বলে জানায় সে।
শিশুটির ফুপু ব্রেন্না হাথাওয়ে ফেসবুক পোস্টে লেখেন, হিংস্র প্রাণীদের আবাসস্থল এ গহীন জঙ্গলে ভাল্লুকের ছড়াছড়ি। আমরা যে তাকে অক্ষত পাব তা চিন্তাও করিনি। ক্যাসি সুস্থ ও স্বাভাবিক আছে। সৃষ্টিকর্তা তাকে বাঁচানোর জন্য বন্ধু হিসেবে ওই ভাল্লুকটিকে পাঠিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ