Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরীক্ষা কেন্দ্রে ফোন বা ইলেকট্রনিক ডিভাইসে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ৬:১৫ পিএম

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিগত দিনে পরীক্ষার সময় এসব ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মন্ত্রণালয়। আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায়ও তা বহাল রাখা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় সংক্রান্ত এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিজার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ