গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বিমানবন্দর চত্বরে রডবোঝাই ট্রাক সড়ক দ্বীপে যাওয়ার ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী দুজনের পরিচয় পাওয়া যায়নি। লাশ পুলিশ হেফাজতে।
ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, বিমানবন্দর চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে। রডবোঝাই ট্রাকটি বিমানবন্দর সড়ক দিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। বিমানবন্দর চত্বরের কাছে আর্ম পুলিশের তল্লাশি চৌকির সামনে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক দ্বীপে গিয়ে ধাক্কা খায়। ওই সময় সড়ক দ্বীপে থাকা অজ্ঞাতনামা দুই পথচারী ট্রাকের ধাক্কায় নিহত হন।
সহকারী কমিশনার জানান, নিহত দুজনের লাশ বিমানবন্দর থানা-পুলিশ হেফাজতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।