নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ রেলওয়ের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাকশি দল চ্যাম্পিয়ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। পদক লড়াইয়ে পাকশি পেয়েছে পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য, আটটি ব্রোঞ্জসহ মোট ১৭টি পদক। চারটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য, একটি ব্রোঞ্জসহ ১০ পদক পেয়ে রানার্সআপ হয়েছে হেড কোয়ার্টার পশ্চিম। প্রতিযোগিতার ২২টি ইভেন্টে ১২০ জন ক্রীড়াবিদ অংশ নেন। ১০০ মিটার দৌড়ে দ্রæততম মানব হয়েছেন পাহাড়তলীর আরিফুল ইসলাম।
গতকাল দু’দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপণী দিন চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন, এম,পি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো: রফিকুল আলম, রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি সৈয়দ ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ অন্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।