Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গোয় অর্ধশতাধিক গণকবর শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই নোদোম্বের ইয়ুম্বি শহরে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। জাতিসংঘের যৌথ মানবাধিকার কার্যালয় (ইউএনজেএইচআরও) শনিবার গণকবরগুলো শনাক্ত করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। গত মাসে ওই অঞ্চলটিতেই তিনদিনের জাতিগত সহিংসতায় অন্তত ৮৯০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট গত ১৬ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, জাতিসংঘ কার্যালয় বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিনদিনে ইয়ুম্বির চারটি জাতিগত সহিংসতায় ৮৯০ জন নিহত হয়েছে। জাতিগত গোষ্ঠী বানুনু ও বাতেন্দের মধ্যে এ সহিংসতা হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শনাক্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ