মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানির মিউনিখে একটি রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালিয়েছে, যাতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বের একটি কমিউটার ট্রেইন স্টেশনে এ হামলা হয়। হামলার পিছনে ইসলামী চরমপন্থার প্রভাব রয়েছেন কিনা পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীকে আটকের খবর জানিয়ে রাজ্য পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি ছুরি নিয়ে চড়াও হওয়ার সময় ‘আল্লাহু আকবর’ বলেন বলে শোনা গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। হামলায় আহতদের মধ্যে ৫০ বছর বয়সী একজনকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগীর ভূমিকায় রয়েছে জার্মানি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।