প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গতকাল থেকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জলসিঁড়ি’র সপ্তাহব্যাপী সাংস্কৃতিক মেলা। মেলা চলবে ২ ফেব্রæয়ারি পর্যন্ত। উৎসবে থাকছে চারটি নাটক এবং জলসিঁড়ি’র পরিবেশনায় বাউল সাধক শাহ আব্দুল করিমের গানের অনুষ্ঠান। দেশনাটকের সুরগাঁও, প্রাচ্যনাটের কইন্যা, বাতিঘরের রেডক্লিফ লাইন এবং জলসিঁিড়’র শিউলিনামাÑ এই চারটি নাটক মঞ্চস্থ হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। এ-ছাড়াও থাকবে ফানুস উৎসব এবং জলসিঁড়ি-পুনর্মিলনী। বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবীব, পরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু এবং নাট্যকার-নির্দেশক মাসুম রেজাকে সম্মাননা জানানো হবে এই অনুষ্ঠানে। নাটকের দলগুলোকেও দেওয়া হবে সম্মাননা স্মারক-ক্রেস্ট। উৎসবের প্রথম দিন সকাল ১১ টায় অমর একুশের পাদদেশ থেকে র্যালি উদ্বোধন করেন টিএসসির পরিচালক অধ্যাপক বশির আহম্মেদ। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন তন্বী বলেন, এবারের উৎসবের মধ্য দিয়ে ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি ১৭ বছরে পা দিলো। মননশীল শিল্পচর্চার প্রাণকেন্দ্র জলসিঁড়ি আরো অনেক দূর যেতে চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।