মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এক ব্যক্তির জোড়া ছুরি হামলায় দুইজনের প্রাণহানি ও অপর দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবারের এই হামলার পর পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, বোস্টনের ৬৪ কিলোমিটার দক্ষিণের এক এলাকার একটি বাড়িতে দুইজনকে ছুরিকাঘাত করার পর কাছের সিলভার সিটি গ্যালেরিয়া বিপণীবিতানে গিয়ে আরো দু’জনকে ছুরিকাঘাত করে হামলাকারী। এখানে গাড়ি দিয়ে আঘাত করে একটি দোকানের সামনের অংশ গুঁড়িয়ে দেয় সে। এই বিপণীবিতানেই অফ-ডিউটিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার গুলিতে নিহত হয় সন্দেহভাজন। দমকল বাহিনীর কর্মকর্তা মাইক মার্শাল জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে ঘটনার খবর আসতে শুরু করায় কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠান তারা। ঘটনার পরপরই ছুরি হামলায় আহতদের হাসপাতালে নেয়া হয়। এদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে এক সংবাদ সম্মেলনে হামলাকারী ও ছুরিকাহত দুজনের মৃত্যু সংবাদ ঘোষণা করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বিপণীবিতানটি থেকে লোকজনকে দৌড়ে বের হতে দেখেছেন ও গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বিপণীবিতানটি খালি করে তা চারদিক থেকে বন্ধ করে দেয় পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আক্রান্ত বিপণীবিতানটিতে ১২৫টি দোকান, ১২ ইউনিট ফুড কোর্ট, কয়েকটি রেস্তোরাঁ এবং একটি সিনেমা হল আছে বলে জানা গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।