Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ৩:১৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো; কুমিল্লার দেবিদ্বার থানার চুলাশ গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে আলমগীর হোসেন(৩২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী(৩৮) ও সদর দক্ষিণ থানার উলুইন গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম(৩৫)। তাদের হেফাজত থেকে একটি ম্যগজিন যুক্ত সিলভার কালার পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
মামলা সুত্রে জানা যায়, রোববার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৫/৬ জন অস্ত্রসস্ত্র নিয়ে সমবেত হয়েছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রসস্ত্রসহ আলমগীর, মোহাম্মদ আলী ও রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। চৌদ্দগ্রামে আটকের ঘটনায় রোববার চৌদ্দগ্রাম থানায় তিনজনের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদি হয়ে মামলা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত আটক

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ