পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডাকাতির লুট হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার ও অস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্যকে আটক করেছেন পাবনা পুলিশ। গতকাল সোমাবার দুপুরে পাবনা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। গত ২৪ আগস্ট রাতে পাবনা সদর উপজেলার মালঞ্চি বাজারে কয়েকটি দোকান ও শোরুমে একযোগে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নৈশপ্রহরীকে বেঁধে রেখে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর ডাকাত ধরতে ও লুট হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশ মাঠে নামে। অভিযানে সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে থেকে ডাকাত সর্দার আমিনুল ইসলামসহ দলের ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, সিএনজি অটোরিকশা, গুলিসহ একটি শাটারগান জব্দ এবং ইলেক্টনিক্স পণ্য সহ বিপুল পরিমাণ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।