Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারো মুসলিম বিদ্বেষ ক্যালিফোর্নিয়ার স্কুলে

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস ওসুস মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক সাময়িকীতে মুসলিম ছাত্রীকে আইএস হিসেবে তুলে ধরা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, কেউ একজন ওই ছাত্রীর নাম পাল্টে আইএসআইএস ফিলিপস করে দিয়েছিল। তার প্রকৃত নাম বায়ান জেহলিফ। এদিকে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। গত শনিবার বিদ্যালয়ের অধ্যক্ষ সুসান পেট্রোসেলি বিদ্যালয়ের পক্ষ থেকে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। সাময়িকীতে ওই মুসলিম ছাত্রীর ছবির নিচের ক্যাপশনে বিদ্যালয়ের কোনো এক শিক্ষার্থী বায়ান জেলিফের নাম পাল্টে আইএসআইএস ফিলিপস লিখে দেয়। এর প্রতিক্রিয়ায় বিষয়ে জেলিফ তার ফেসবুকে লেখেন, আমি মর্মাহত, বিরক্ত ও মনক্ষুণœ যে লস ওসুস মাধ্যমিকে বিদ্যালয়ের ইয়ারবুকে তা প্রকাশ করা হয়েছে। বস্তুত আমি আইএস নই। কিন্তু স্কুল কর্তৃপক্ষ যা করেছে তা ধৃষ্টতা। আমি এর সাথে ভিন্নমত পোষণ করি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো মুসলিম বিদ্বেষ ক্যালিফোর্নিয়ার স্কুলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ