Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজের আশা ছাড়ছে না সাসেক্স

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপের পরপরই সাসেক্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজুর। তাকে লাল গালিচা অভ্যর্থনা দিতে প্রস্তুত এখন ইংলিশ কাউন্টির ডিভিশন ‘টু’র দলটি। চুক্তি অনুযায়ী আইপিএল খেলে সাসেক্সে যোগ দেয়ার কথা মুস্তাফিজুরের। তবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে লংগার ভার্সন ম্যাচে ২ মাসের এই প্রতিযোগিতায় মুস্তাফিজুরকে ছাড়পত্র দেয়ার পক্ষে নয় বিসিবি, আইসিসি সভা শেষে দেশে ফিরে এমন অবস্থানের কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি। পেশী সুগঠিত হয়নি বলে ২০ বছরের ছেলেটিকে টানা ক্রিকেটের মধ্যে রাখার পক্ষে নন তিনি। তবে আইপিএল শেষে মুস্তাফিজুরকে পেতে যাচ্ছে সাসেক্স, এ আশাই প্রকাশ করেছেন সাসেক্স কোচ মার্ক ডেভিসÑ‘আমি এখনো নিশ্চিত করে কিছু নিশ্চিত  বলতে পারছি না। তবে সে আমাদের দলে যোগ দিবে, এ বিশ্বাস আছে আমার।’ এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার হিসেবে মুস্তাফিজুরকে দেখছেন তিনিÑ‘এই মুহূর্তে সম্ভবত সে-ই বিশ্বের সেরা বোলার। তাই এখানে তাকে পেতে রোমাঞ্চিত। আগামী ক’ সপ্তাহের মধ্যে বিষয়টি নিশ্চিত হতে পারব।’
একবার সোলডারে চোট পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপখে পড়েছেন ছিটকে, বাঁ পাঁজরে চোট পাওয়ায় এশিয়া কাপের মাঝপথেও মাঠের বাইরে যেতে হয়েছে।   ইনজুরির শংকায় পাকিস্তান সুপার লীগে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি তাকে, ইংলিশ কাউন্টি ক্রিকেটের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। তবে মুস্তাফিজুরকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দেয়ার সিদ্ধান্তটি এখনো আছে ঝুলে, তা জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ‘মুস্তাফিজুর কাউন্টি ক্রিকেটে খেলবে কি খেলবে না, সে সিদ্ধান্তটি এখনো ঝুলে আছে। সিদ্ধান্তটি একান্তই মুস্তাফিজুরের, আমরা শুধু পরামর্শ দিতে পারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজের আশা ছাড়ছে না সাসেক্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ