মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লিবিয়ার বেনগাজিতে ২০১২ সালে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় অভিযুক্ত ইসলামপন্থি আহমেদ আবু কাত্তালার শাস্তি হিসেবে মৃত্যুদ- চাইবে না যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে করা একটি কোর্ট ফাইলে এমনটাই বলা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এর ফলে, কাত্তালা দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদ-ে দ-িত হবেন। ২০১২ সালে বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসীদের চালানো হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চারজন নিহত হন। ওই হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কাত্তালা। দুইবছর আগে কাত্তালা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে গ্রেফতার হন। এরপর তাকে বিচারের মুখোমুখি করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। আইন কর্মকর্তারা অভিযোগ করেছেন, কাত্তাল ওই হামলার মূল হোতা। বেনগাজির ওই হামলা প্রতিরোধে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যথেষ্ট পদক্ষেপ নেননি বলে সমালোচকেরা অভিযোগ করে আসছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।