Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিলারি!

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ আশা ব্যক্ত করেছেন স্বয়ং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও পশ্চিম ভার্জিনিয়া প্রাইমারিতে হিলারি হেরে গিয়েছেন। তারপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকেই তিনিই যে প্রার্থী মনোনয়ন পাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। পশ্চিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াই এখন শেষ পর্যায়ে। এ অবস্থায় মঙ্গলবার অনুষ্ঠিত ভার্জিনিয়া প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স। এর আগে ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া প্রাইমারি দুটিতেও জয় পেয়েছিলেন তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এ বিজয় থেকে সত্যিকার অর্থে লাভবান হতে পারবেন না স্যান্ডার্স। কেননা এখনো তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের পক্ষেই পাল্লা ভারী। সবচেয়ে বেশি প্রতিনিধিদের সমর্থনও তিনিই পেয়েছেন। ডোমোক্রেট দলের প্রভাবশালী নেতারাও তাকেই সমর্থন করছেন। হিলারি ক্লিনটন যে শুধু প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তাই নয়, তাকে সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবেও দেখতে শুরু করেছেন অনেকে। এ জন্যই গত মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দল থেকে হিলারিই প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। এবিসি নিউজে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি মনে করি ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারিই মনোনয়ন পাচ্ছেন। শুধু তাই নয়, আমার বিশ্বাস, তিনিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট। শুধু কি ডেমোক্রেট! রিপাবলিকান দলের অনেক নেতাও নাকি হিলারিকে সমর্থন করেছেন। তারা বলেছেন, দল থেকে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পেলে তারা ডেমোক্রেট প্রার্থী হিলারিকে সমর্থন করবেন। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াই এখন শেষ পর্যায়ে। এ অবস্থায় পশ্চিম ভার্জিনিয়া প্রাইমারিতে জয় পেয়েছেন ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স। এ বিজয়ের ফলে মনোনয়নের দৌড়ে এখনো তিনি কিছুটা সম্ভাবনা ধরে রাখতে পারলেন। এর আগে ইন্ডিয়ানা  ও পশ্চিম ভার্জিনিয়া প্রাইমারি দুটিতেও জয় পেয়েছিলেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় এক সমাবেশে স্যান্ডার্স বলেছেন, আমরা প্রাইমারি ও কসাস মিলিয়ে মোট ১৯টি অঙ্গরাজ্যে জয় পেয়েছি। আমি এখনো আশা ছাড়িনি। ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে আমি প্রচারণা চালিয়ে যাব। তবে দল থেকে মনোনয়ন না পেলে তিনি সাধারণ নির্বাচনে দলের স্বার্থে হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে। কিন্তু একটা ব্যাপারে আমি তার সঙ্গে একমত। সেটি হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হবে। এদিকে  পশ্চিম ভার্জিনিয়া ও নেভ্রাস্কা অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বীরা প্রচারণা থেকে সরে যাওয়ায় এই দুটি প্রাইমারিতে জেতার জন্য তাকে তেমন কোনো প্রচেষ্টাই চালাতে হয়নি। এবিসি নিউজ, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিলারি!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ