Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাপের কাছে ট্রাম্পের নতি স্বীকার

ঐক্য হলো আমাদের শক্তি, এটাই হয়ত প্রেসিডেন্ট বুঝতে পারেননি : ন্যান্সি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ নিরসনে রাজনৈতিক চাপের কাছে অবশেষে নতি স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা ৩৫ দিনের অচলাবস্থা নিরসনে সরকারি সংস্থাগুলোর জন্য তিন সপ্তাহের তহবিল অনুমোদনে সম্মত হয়েছেন ট্রাম্প। তবে এই তহবিলে মেক্সিকো দেয়াল তৈরির জন্য অর্থ বরাদ্দ থাকছে না। এর আগে মেক্সিকো দেয়াল তৈরির জন্য ৫.৭ বিলিয়ন ডলারের তহবিল হাউস অব রিপ্রেজেন্টেটিভ অনুমোদন না দিলে কোনো প্রকার বাজেটে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। আর হাউস অব রিপ্রেজেন্টেটিভ নিয়ন্ত্রণ করা ডেমোক্র্যাটরা মেক্সিকো দেয়ালের জন্য তহবিল দিতে সাফ মানা করে দেন। এর ফলে সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। বেতনহীন হয়ে পড়ে প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। শুক্রবার যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ অচলাবস্থা নিরসনে সর্বসম্মতভাবে একটি সাময়িক বাজেট পাশ করেন। এরপর ট্রাম্প সেটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। কংগ্রেসের ভোটের পর এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, তার এই সিদ্ধান্ত কোনোভাবেই নতি স্বীকার নয়। বরং লাখ লাখ মানুষের যত্ম নেওয়ার জন্যই, যারা শাটডাউনের কারণে খুবই খারাপভাবে আঘাত পাচ্ছিলেন। এরপর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সমঝোতা ঘোষণা করতে পেরে তিনি খুবই গর্ব বোধ করছেন। এর মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে তহবিল দেওয়া হবে। তিনি জানান, শাটডাউনের ফলে ক্ষতিগ্রস্ত অবিশ্বাস্য দেশপ্রেমিক সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তের ফলে তাদের পূর্ণ বেতন পাবেন। ট্রাম্প জানান, তিনি এখনো তার শেষ অবলম্বন জাতীয় জরুরি অবস্থা গ্রহণ করেননি। এদিকে, দেয়াল নির্মাণে অর্থায়নের জন্য ট্রাম্প অনড় অবস্থানে থাকার ফলে দেশটির সরকার ব্যবস্থা বিভক্ত হয়ে পড়ে। হোয়াইট হাউস ও কংগ্রেসের দূরত্ব বাড়ে। এই টানাপড়েনে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন ৩৫ দিনে গড়ায়। শুক্রবার ট্রাম্প আগামী তিন সপ্তাহের জন্য সরকার চালু করার বিলে সম্মতি দিলে এই শাটডাউনের অবসান হয়। ডেমোক্র্যাটিক স্পিকার ন্যান্সি পেলোসির এটা বড় জয়। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মাত্র তিন সপ্তাহ আগে স্পিকারের দায়িত্ব নেন তিনি। সমঝোতা হওয়ার পর ন্যান্সি সাংবাদিকদের বলেন, আমাদের বৈচিত্র্যতা আমাদের সবলতা। কিন্তু আমাদের ঐক্য হলো আমাদের শক্তি। এটাই হয়ত প্রেসিডেন্ট বুঝতে পারেননি। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দুপুরে দেওয়া ভাষণে সমঝোতার কথা ঘোষণা দেন। সন্ধ্যায় সিনেট ও প্রতিনিধি পরিষদ পরিকল্পনাটি কণ্ঠভোটে পাস করে। পরে উভয় কক্ষই মুলতবী ঘোষণা করা হয়। বিবিসি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ