Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, ৩ জনের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১১:৫৬ এএম

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ঐ পরিবারের আরেকটি শিশু।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে বুড়িগঙ্গা নদীর তৈলঘাট বরাবর মাঝ নদীতে মানিক-৩ নামে একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়া নৌকার ধাক্কা লেগে ডুবে যায়।

এতে নৌকায় থাকা একই পরিবারের রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর লাশ উদ্ধার করা হয় শুক্রবার রাতেই। আর শনিবার (২৬ জানুয়ারি) সকালে রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় রোজিনার ছেলে আবিদ (৫) নিখোঁজ রয়েছেন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ