বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাছ, গোশতের দাম চড়া। সরবরাহ বেশি থাকায় নাগালে সবজির দাম। পেঁয়াজ, রসুনের দাম পড়তি। তবে ডিমের দাম প্রতিডজন ১০০ টাকায় ঘুরপাক খাচ্ছে। চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। মোটা চালের দাম স্থিতিশীল থাকায় কিছুটা রক্ষা। সবজি ছাড়া বাকি সব পণ্যের দাম বাড়তি। আর এতে করে স্বল্প আয়ের লোকজন পড়েছেন বিপাকে। গতকাল (শুক্রবার) চট্টগ্রাম নগরীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজারভেদে সব পণ্যেরই দামে তারতম্য রয়েছে।
শীতকালীন সবজির সরবরাহ প্রচুর। এরমধ্যেই আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজিও। আর এ কারণে সবজির দাম নাগালের মধ্যে। ১৫-২০ টাকার মধ্যে তাজা সবজি মিলছে। ফুলকপি ২০-২২ টাকা, বাঁধাকপি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। মুলা ১২-১৫ টাকা, শিম ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, আলু ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ২৫ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, টমেটো প্রতি কেজি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ২০-২৫ টাকা, গাজর ১৫-২০ টাকা, শিমের বিচি প্রতি কেজি ৭০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। ১০-১৫ টাকায় মিলছে শাকের আঁটি।
গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত বরবটি প্রতি কেজি ৭০-৮০ টাকা, কচুর ছড়া ৬০ টাকা, তিতা করলা ৭০ টাকা, ঢেড়স ৫০-৬০ টাকা, ঝিঙে ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ কেজি ৪০-৫০ টাকা, শসা ও ক্ষিরা ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। ধনে পাতার কেজি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগি ১২৫-১৩০ টাকা, সোনালিকা ২৪০-২৫০ টাকা এবং দেশী মুরগি ৩৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ৯৫-১০০ টাকা এবং দেশি মুরগির ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর গোশত ৬০০-৬৫০ টাকা, হাড়সহ ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রচুর হাঁস এবং টার্কি মুরগি রয়েছে। হাঁস প্রতিটি ৩০০-৩৫০ টাকা, আর টার্কি মুরগি কেজি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে মাছের সরবরাহ প্রচুর। সামুদ্রিক মাছের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা পুকুর, দীঘির মাছের সরবরাহও পর্যাপ্ত। তবে দাম চড়া। রুই মাছ ২০০-২৫০ টাকা, লইট্টা ১৫০ টাকা, শিং ৪০০ টাকা, দেশি মাগুর ৭৫০ টাকা, বড় চিংড়ি ৯৫০ টাকা, মাঝারি সাইজের চিংড়ি ৬০০ টাকা, কাতল মাছ ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ টাকা, ইলিশ আকারভেদে ৬৫০-১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। রুপচাঁদা সর্বনিম্ন ৬০০-১,০০০ টাকা, পোয়া মাছ ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ, রসুনের দাম আরও এক দফা কমেছে। পেঁয়াজ ২০-২৫ টাকা, রসুন ৭০-৮০ টাকা, আদা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল ছাড়া সব ধরনের চালের দাম এখনও ঊর্ধ্বমুখী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।