নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ১৩ ফুটবলারকে ছাড়াই শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে গতকাল দুপুরে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কাছে রিপোর্ট করেছেন ফুটবলাররা। ক্যাম্পে ডাক পাওয়া ৩৪ জন ফুটবলারের মধ্যে কাল সশরীরে ২১ জন রিপোর্ট করেন। বাকিদের মধ্যে ছয়জন মুঠোফোনে রিপোর্ট করলেও সাতজন দেশের বাইরে আছেন। যে কারণে তারা রিপোর্ট করতে পারেননি। মুঠোফোনে রিপোর্ট করা ফুটবলাররা হলেনÑ ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, নাসির উদ্দিন চৌধুরী, কৌশিক রহমান, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন ও রায়হান হাসান। এদের মধ্যে মুন্নার গতকাল আকদ হয়েছে এবং ডিফেন্ডার নাসিরের স্ত্রী সন্তানসম্ভবা। তাই তিনি পরিবারের সঙ্গে থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি। আজ এই ছয় ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন বলে জানান দলের ম্যানেজার রুপু। অন্যদিকে শেখ জামালের হয়ে এএফসি কাপে খেলাতে তপু বর্মণ, জুয়েল রানা, মোনায়েম খান রাজু, মোহাম্মদ লিঙ্কন, কেস্ট কুমার ও মাজহারুল ইসলাম হিমেল ফিলিপাইনে এবং প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া ডেনমার্কে রয়েছেন। আজ দেশে ফিরে এই সাত ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানায় টিম ম্যানেজমেন্ট।
ফের জাতীয় দলে নিয়োগ পাওয়া নেদারল্যান্ডসের কোচ লোডভিক ডি ক্রুইফ এখনো ঢাকায় আসেননি। তার অনুপস্থিতিতে দলের সহকারী কোচ সাইফুল বারী টিটুর তত্বাবধানেই শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। ১৫ মে ক্রুইফের ঢাকায় আসার কথা। তিনি না আসা পর্যন্ত টিটুই দলকে প্রশিক্ষণ দেবেন। তার অধীনেই কাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে নামেন প্রাথমিক স্কোয়াডের ২১ ফুটবলার।
এবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন ছয় নবীন ফুটবলার। এদের অন্যতম ফরোয়ার্ড মন্নাফ রাব্বী। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তাই তো অনুশীলনের প্রথম দিনে তিনি বলেন, ‘সব ফুটবলারই স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। প্রথমবার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। দারুণ ভালো লাগছে। নিজেকে প্রমাণের সুযোগ এসেছে। তবে আমি এখানে ধাপে ধাপে এসেছি। অনূর্ধ্ব-১৯ ও ২৩ দলের হয়ে পারফরম্যান্স দেখানোর পর আমাকে জাতীয় দলে সুযোগ দেয়া হয়েছে। মূলত স্বাধীনতা কাপের পারফরম্যান্সের উপরেই এই দলের খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে। আমি চেষ্টা করবো দেশের জন্য ভালো কিছু করে দেখাতে।’
দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ সন্তুষ্ট ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তিনি বলেন ‘ক’দিন আগেই শেষ হলো স্বাধীনতা কাপের খেলা। খেলোয়াড়রা সবাই খেলার মধ্যেই ছিলেন। তাই তাদের ফিটনেস লেভেল খুব ভালো। আমার ধারনা তারা দলীয় ট্রেনিংয়ে থাকায় জাতীয় দলে তাদের ফিটনেসের কোন সমস্যা হবে না। আমি আশাকরি এই দল ভালো করবে।’ রুপু যোগ করেন, ‘প্রধান কোচ ডি ক্রুইফ আসার পর চূড়ান্ত দল বাছাই হবে। আমাদের প্রত্যাশা ডাচ কোচ একটি শক্তিশালী দলই আমাদেরকে উপহার দেবেন।’ দলীয় শৃঙ্খলা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত এই ম্যানেজার বলেন, ‘অনুশীলনের প্রথম দিনেই আমরা খেলোয়াড়দের শৃঙ্খলার ব্যাপারে পুরোপুরি ধারনা দিয়েছি। খেলোয়াড়দের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন দলীয় শৃঙ্খলা মেনে চলে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।