Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসানচরে পণ্যবাহী ২টি কোস্টার ডুবি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

বঙ্গোপসাগরে পণ্যবোঝাই দু’টি কোস্টার জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বল্প সময়ের ব্যবধানে নোয়াখালীর ভাসানচর এলাকায় কাছাকাছি এ দু’টি জাহাজ ডুবির ঘটনা ঘটে। জাহাজ দু’টি হলো- ‘খাজা বাবা ফরিদপুরী’ ও ‘এন ইসলাম।’ এরমধ্যে গমবোঝাই খাজা বাবা ফরিদপুরী পুরোপুরি ডুবে গেছে। এন ইসলাম জাহাজটিও প্রায় ডুবে গেছে। দু’টি জাহাজের নাবিকদের মধ্যে একজন নিখোঁজের খবর পাওয়া গেছে। বাকিরা আশপাশের বিভিন্ন নৌকা ও জাহাজে উঠে প্রাণে রক্ষা পেয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সাংবাদিকদের জানান, খাজা বাবা ফরিদপুরী জাহাজটি এক হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল পূর্বে গিয়ে জাহাজটি ডুবে যায়। এতে ১৩ জন নাবিক ছিল। ১২ জন উদ্ধার হয়েছে। একজন নাবিক নিখোঁজ আছেন।
এদিকে ভাসানচরের কাছাকাছি এলাকায় আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘এন ইসলামের’ তলা ফেটে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তলা ফেটে জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, ক্যাপ্টেন সেটিকে চরের কাছাকাছি নিয়ে যায়। সেখানে জাহাজটির বড় অংশ ডুবে গেছে। শুধুমাত্র উপরের অংশটি দেখা যাচ্ছে। জোয়ার এলে সেটিও ডুবে যাবে। তবে এখানে যত নাবিক ছিলেন, সবাই নিরাপদে আছেন। বিআইডব্লিউটিসির নির্দেশনা আছে- কমপক্ষে তিনঘণ্টার জোয়ারের সময় হাতে নিয়ে যেন ভাসানচর অতিক্রম করা হয়। জাহাজটি দেড় ঘণ্টা সময় নিয়ে ভাসানচর অতিক্রম শুরু করে। স্বাভাবিকভাবেই জোয়ারের পানি কমতে শুরু করলে ভাটার টানে জাহাজটি ডুবে যায় বলে জানান সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোস্টার ডুবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ