মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে এক বন্দুকধারী পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, ফ্লোরিডার সিব্রিং শহরের সানট্রাস্ট ব্যাংক থেকে এক ব্যক্তি পুলিশকে ফোন করে বলে, “আমি পাঁচ জনকে গুলি করেছি।” এর পরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। বন্দুকধারী ২১ বছর বয়সী জেফেন জেভেয়ার তখন ব্যাংকের ওই শাখার ভিতরে একটি ব্যারিকেড গড়ে তোলে, লোকজনকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করে ও গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে পুলিশের সোয়াত টিমের সদস্যরা ওই ব্যাংকে ঢুকে পড়ার পর সে আত্মসমর্পণ করে। কী কারণে সে গুলি করে পাঁচ জনকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অরল্যান্ডো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে সেব্রিংয়ের সানট্রাস্ট ব্যাংকে বুধবার দুপুর সাড়ে ১২টার পর ঘটনাটি ঘটে। নিহতরা ব্যাংকটির কর্মী না ক্রেতা তা পরিষ্কার হয়নি। এই ঘটনায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শেরিফ পল ব্ল্যাকম্যান। ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন সানট্রাস্ট ব্যাংকের সিইও বিল রজার্স। বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছে জানিয়ে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।