মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গুরুতর অভিযোগ উঠেছে ব্রিটেনের জনপ্রিয় বহুজাতিক খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস এন্ড স্পেন্সারের বিরুদ্ধে। তাদের তৈরি ‘অ্যালোভেরাথ্রি-প্লাই টয়লেট টিস্যু’তে আল্লাহ শব্দের ছাপ রয়েছে বলে প্রমাণসহ ভিডিও বার্তায় দাবি করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ব্রিটিশ সংস্থাটি। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি আড়াই পাউন্ড দামের টয়লেট টিস্যুর প্যাকেট একটি গাড়ির ছাদে রেখেছেন। তারপর তার থেকে টিস্যু বের করে তিনি সেটি খুলে ফেলেন। ভিডিওতে লোকটি আড়াই পাউন্ড খরচ করে এই টিস্যুটি না কেনার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেকটি টিস্যুতে আল্লাহর নাম লেখা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অ্যালোভেরাথ্রি-প্লাই টয়লেট টিস্যুতে আরবী অক্ষরে ‘আল্লাহু’ শব্দটি লেখা রয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ বিষয়ে দ্রুত তদন্ত করে এম এন্ড এস জানিয়েছে, ভিডিওতে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, টিস্যুতে যে চিহ্ন রয়েছে তা ‘আল্লাহু’ লেখা নয় বরং সেটি হলো অ্যালোভেরা (ঘৃতকুমারী) গাছের পাতার ছাপ। ডেইলি মেইল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।