মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিভারপুলে নতুন তৈরি করা চকচকে একটি হোটেল বুলডোজার দিয়ে চুরমার করে দিয়েছেন এক শ্রমিক! পারিশ্রমিক না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। দেশটির পুলিশ জানিয়েছে, লিভারপুলের ওই হোটেল যাদের হাতে তৈরি হয়েছে তাদেরই এক শ্রমিক ওই কান্ড ঘটিয়েছেন। দীর্ঘ দিন ধরে পারিশ্রমিকের টাকা চেয়ে হন্যে হয়ে শেষমেশ এমন কাণ্ড ঘটিয়েছেন। ঘটনাটি গত সোমবার দুপুরের। বুলডোজার দিয়ে চুরমার করে দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, বুলডোজার দিয়ে রিসেপশন এরিয়া ভেঙে তছনছ করে দিচ্ছে ওই শ্রমিক। পাশেই অন্য শ্রমিকরা সহকর্মীর এমনতর কাণ্ড দেখছেন। ওই হোটেলের এক সিলিং রিপেয়ারার স্যামুয়েল হোয়াইট সাংবাদিকদের জানান, ‘২০ থেকে ৩০ মিনিট ধরে এই ধ্বংসের কাজ চালানো হয়েছে। ৬০০ পাউন্ড পেতেন তার ওই সহকর্মী। কিন্তু সে টাকা বহু দিন ধরে বাকি থাকায় শেষমেশ এমন কাণ্ড ঘটান। ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।