Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

গাজীপুরের শ্রীপুরে জুট ব্যবসার নিয়ন্ত্রন নেওয়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় উপজেলার রাজেন্দ্রপুরে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার একাধিক পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি রহমত আলীর অনুসারী ফারুক হোসেন ওই এলাকার ডার্ড কম্পোজিট কারখানায় জামানতের মাধ্যমে বৈধভাবে জুট ব্যবসা করছিলেন। সম্প্রতি জাতীয় নির্বাচনের পর নতুন এমপি’র অনুসারী ইউসুফ (৪০), এস এ কামাল (৫০), আকতার (৫৫) রায়হান (২৫), মাসুদ (২৭), আলামীন (৩০), জজ মিয়া (৪৫), ফরহাদ (৩০), মোর্শেদ (২৭), আনিছসহ বেশ কয়েকজন ওই কারখানার জুট ব্যবসাকে নিজেদের নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে গত কিছুদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান ফারুক হোসেনের ২৫ লাখ টাকার জুট ভর্তি একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ড-১৪-৩৩২৬) আটকে রেখে ড্রাইভার জিয়াউর রহমানকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে ফারুকের লোকজন ট্রাক উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের হামলায় রাজ্জাক (২৭), মনির হোসেন (২৬), সোহান (২৫), সেলিম (২০), আমীর হোসেন (২৬), শাহাবুদ্দিন (৩০), বহুলাল মিয়া (২৪), জিয়াউর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত জুট ভর্তি ট্রাকটি উদ্ধার করে।

জুট ব্যবসার মালিক রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষের সাথে চুক্তিনামা করে জামানত দিয়ে বৈধ ভাবে ব্যবসা করছি। তারা ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমার ব্যবসা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে কেউ কথা বলতে রাজী হননি।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ