Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানীরা আমাদের অসম্মানের সহিত শাসন করছিল -পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ৭:৩৭ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পাকিস্তানীরা আমাদেরকে অসম্মানের সহিত শাসন করেছিল। কোন উন্নয়ন করেনি। সে সময়েভাবতে পারিনি আমাদের গ্রামের প্রতিটি কুড়ে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলবে। আজ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রামেরর ঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিকল্পনামন্ত্রীসহ ৫ এমপিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার কৌশল বাংলাদেশের শিক্ষা বিদ্যুৎ, স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা গ্রামে গ্রামে পৌছে দেওয়াই শেখ হাসিনার কৌশল।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বাংলার জনগণ, বাংলার কৃষক, শ্রমিক, খেটে মানুষ, গ্রামে গঞ্জে যারা বাস করে। তারা আওয়ামী লীগকে, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। নিন্দুকদের পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও রনজিত চৌধুরী রাজনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাপডভোকেট আফতাব উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌর মেযর আব্দুল মনাফ, দিরাই পৌর মেয়র মোশারফ মিয়া।



 

Show all comments
  • Nannu chowhan ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৯ পিএম says : 0
    Khouboi shoto kotha,kintu eakhono ki amra shadharon jonogon shottikarer shadhinota o gonotontrik odhikar vogh korte parsi amra ki shadhinvabe nijeder vot nijera dite parsi?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ