Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাবিপ্রবিতে অনিদির্ষ্টকালের জন্য ধর্মঘট শুরু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ৩:০৪ পিএম | আপডেট : ৪:০৭ পিএম, ২৩ জানুয়ারি, ২০১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেঁধে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন তারা। শিক্ষার্থীরা প্রশাসনিক সকল ভবনে তালা লাগিয়ে দিয়ে ক্যাম্পাসে ও ক্যাম্পসের সামনে পাবনা-ঢাকা মহা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন তৈরী করে তারা দাবি আদায়ে নানা শ্লোগান দিচ্ছেন। বর্তমান প্রক্টরিয়াল বডিকে অযোগ্য আখ্যায়িত করে এই বডির পদত্যাগ চাইছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, পাবনা শহরে রাধানগরে গত শুক্রবার রাতে একটি ছাত্রী নিবাসে এক নেশাগ্রস্ত যুবক ঢুকে পাবিপ্রবি’র একজন ছাত্রীর শ্লীলতাহানী এবং অন্যদের উত্যক্ত করার ঘটনায় পাবিপ্রবি’র বর্তমান প্রক্টরিয়াল বডি কার্যত: ব্যর্থ। তাই অনতিবিলম্বে তাদের অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম এই রকম শিক্ষকদের মধ্য থেকে প্রক্টরিয়াল বডি করা হোক। খুব দ্রুত ছাত্রী শ্লীলতাহানীর ঘটনার বিচার করা হোক। প্রসঙ্গত : পাবনা সদর থানা পুলিশ এসআই আসাদুজ্জামান জানান, পাবিপ্রবি’র কর্তৃপক্ষ’র কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় অভিযুক্ত আসিফ ইকবাল চিন্ময়কে গ্রেফতার করে পুলিশ। মামলাটি তদন্ততাধীন রয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস যত দ্রুত সম্ভব মামলার তদন্ত করে চার্জশিট দিতে বলেছেন। থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, খুব শিগগিরিই তদন্ত কাজ শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবিপ্রবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ