Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোড়ায় গলদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, আর্থিক লেনদেন ও দুর্নীতির অনুসন্ধানের তথ্য ফাঁসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরখাস্ত করা হয় বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। ফজলুল হক দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় কমর্রত ছিলেন। দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান ও তদন্ত উইংয়ের পরিচালক এ কে এম ফজলুল হক বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ একটি অনুসন্ধানকাজে দীর্ঘ ১৩ মাস সময় নেন। তিনি অনুসন্ধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির কাগজপত্র বেআইনিভাবে এক কর্মচারীর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে হাতে হাতে প্রদান করেছিলেন যা গত ১৪ জানুয়ারী দুদক মহাপরিচালক (প্রশাসন) কর্তৃক একটি রেস্টুরেন্টে হাতেনাতে ধরা হয়।
এমতাবস্থায় দুর্নীতি দমন কমিশনের চাকুরী বিধিমালা অনুযায়ী তাকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ বরখাস্ত প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠায় দুদক প্রতিজ্ঞাবদ্ধ। প্রত্যেক কর্মচারী-কর্মকর্তাকে অপরাধের দায় বহন করতে হবে। প্রত্যেকের উপর গোয়েন্দা নজরদারি আছে, সুতরাং সৎ ও নীতিনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি

১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ