নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ছোট ভাই জেরোমি বোয়েটেং জার্মান জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। আর বড় ভাই কেভিন-প্রিন্স বোয়েটেং খেলেন পিতৃভূমি ঘানার হয়ে। জার্মান জাতীয় দলে খেলার পাশাপাশি বায়ার্ন মিউনিখের মত শীর্ষ দলে খেলায় জেরোমিকে চিনে থাকবেন ফুটবল প্রেমীরা। ফুটবলের পোকা হলে কেভিন প্রিন্সকেও চেনার কথা। ৩১ বছর বয়সী মিডফিল্ডার খেলেন সেরি আর দল সাসুলোর হয়ে। এর আগে খেলেছেন এসি মিলান ও টটেনহামের মত দলেও। লা লিগার সঙ্গেও ছিলেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে খেলেছেন লাস পালমাসে। এবার ‘স্বপ্নের’ দল হিসেবে বার্সেলোনায় যোগ দিলেন বোয়েটেং বড় ভাই কেভিন-প্রিন্স। মৌসুমের বাকি সময় ধারে বার্সার হয়ে সুয়ারেজ-মেসিদের সঙ্গে খেলবেন কেভিন-প্রিন্স। চুক্তি অনুযায়ী ৮৫ লক্ষ ইউরোতে তাকে কিনেও নিতে পারবে লা লিগা চ্যাম্পিয়নরা।
নতুন মিশন নিয়ে আশাবাদী বোয়াটেং বার্সা টিভিকে জানান স্বপ্নপূরণের আনন্দের কথা, ‘আমি খুবই খুশি। এখানে আসতে পারা এবং এই বড় ক্লাবের হয়ে খেলার সুযোগ পাওয়াটা অনেক বড় সম্মানের। আমি মনে করি, ফুটবল খেলা শুরু করা সব শিশুই বার্সেলোনার মতো একটা ক্লাবে খেলার স্বপ্ন থাকে। সব খেলোয়াড়ের একই স্বপ্ন থাকে এবং বিশেষ করে আমার কাছে এটা বড় একটা স্বপ্নপূরণ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।