মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৬/১১-এর মুম্বাই হামলার ১০ বছর পর ২২ ও ২৩ জানুয়ারি উপকূলীয় এলাকায় সবচেয়ে বড় প্রতিরক্ষা মহড়া ‘এক্সারসাইজ সি ভিজিল’ এর আয়োজন করেছে ভারতীয় নৌবাহিনী। ৭৫১৬ কিলোমিটার উপকূল রেখার পুরোটা অঞ্চল এবং ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রথমবারের মতো আয়োজিত এ মহড়ায় ১৩টি উপকূলীয় রাজ্য ও ইউনিয়ন অঞ্চল এক সাথে অংশ নেবে। সাথে থাকছে ফিশিং ও উপকূলীয় কমিউনিটিসহ নৌসীমায় সক্রিয় বিভিন্ন পক্ষ। যে বিস্তীর্ণ এলাকায় এই মহড়া হচ্ছে, যতগুলো পক্ষ এখানে জড়িত এবং যতগুলো পক্ষ এতে অংশ নিচ্ছে-সেই সব কিছুর বিবেচনায় এই ধরণের মহড়ার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। ভারতীয় নৌবাহিনী প্রতি দুই বছর পর পর যে থিয়েটা লেভেল রেডিনেস অ্যান্ড অপারেশনাল এক্সারসাইজের (ট্রোপেক্স) আয়োজন করে, তার প্রস্তুতি হিসেবে এটা করা হচ্ছে। নৌবাহিনীর প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। সি ভিজিল এবং ট্রোপেক্স মহড়া উভয়ে পুরো নৌ নিরাপত্তার বিষয়টি কাভার করে, যার মধ্যে শান্তি থেকে সঙ্ঘাত পরিস্থিতি সবকিছুই রয়েছে। এখানে সহায়তা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, ফিশারিজ, কাস্টমস, রাজ্য সরকার ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলো। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।