রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুরের কচুয়ায় এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীর বিরুদ্ধে। গত সোমবার দুপুরে শাহনেওয়াজ নামের ওই যুবলীগ কর্মী ও তার সহযোগিরা উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা গ্রাম থেকে ওই মেয়েকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মেয়ের বাবা। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ওই মেয়ে ও তার ছোট ভাই তাদের ফুফুর বাড়ি থেকে নিজের বাড়ি আসছিল। পথিমধ্যে উপজেলার শফিবাগ এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবলীগ নেতা শাহনেওয়াজ ও তার সহযোগিরা তরুণীকে জোর করে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। পরে তার ছোট ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর মেয়ের বাবা পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে তরুণীকে উদ্ধার অভিযানে নামে কচুয়া থানা পুলিশ।
উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘আমি বিষয়টি জানি না। আপনার কাছে শুনলাম। পরবর্তীতে আধাঘণ্টা পর আবারও তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া খবর। আমি একটা দরবারে আছি। দেখি খবর নিচ্ছি।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমি ছুটিতে আছি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনি ওসি তদন্ত শাহজাহান কামালকে ফোন করেন।’
কচুয়া থানার ওসি তদন্ত শাহজাহান কামাল বলেন, ‘আমরা খবর পেয়ে ওই মেয়েকে উদ্ধারে নেমেছি। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’ তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।’
শাহজাহান কামাল বলেন, ‘তরুণীকে উদ্ধারের জন্য অভিযুক্ত শাহনেওয়াজের ভাইকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।