বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে গর্ভবতী গৃহবধূ খাদিজা হত্যা মামলার সূত্র ধরে দাফনের এক সপ্তাহ পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তাঁর পিতার নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাটপাড়া গ্রামের শুকুদ্দিনের কন্যা খাদিজা খাতুন (২২) এর সাথে ২ বছর পূর্বে দিনাজপুর জেলার বিরল উপজেলার পাঁচশালা গ্রামের ওসমান গণি’র পুত্র আব্দুর রহিম (২৮) এর সাথে বিবাহ হয়। গর্ভবতী খাদিজাকে ১৫ জানুয়ারি মঙ্গলবার সকালে পাশ্ববর্ত্তী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খাদিজার পিত্রালয়ের লোকজন লাশ দাফনে বাঁধা দিলেও কন্যার শ্বশুর বাড়ীর লোকজন জোরপূর্বক ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে খাদিজার লাশ দাফন করে। এ অভিযোগে খাদিজার পিতা শুকুদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত- ২০০৩) এর ১১/(ক)/৩০ তদসহ দঃ বিঃ ২০১,৩৪২,৩৮৬ ধারামতে শহরগ্রাম ইউপি’র ৬ নং ওয়ার্ড সদস্য ও শংকরপুর দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক মোশারফ হোসেনকেসহ ৮জন নামীয় ও ৯/১০ জন অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করে। ১৭ জানুয়ারি বৃহষ্পতিবার বিকালে এজাহার নামীয় আসামী ইউপি সদস্য মোশারফ হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় জানান, ময়না তদন্তের জন্য আদালতের আদেশ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিরল উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম রওশন কবীরের উপস্থিতিতে মঙ্গলবার সকালে লাশ কবর হতে উত্তোলন করা হয়। ময়না তদন্ত শেষে লাশ তাঁর পিতা শুকুদ্দিনের নিকট হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।