Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার

ইসির এনআইডি সেবা বন্ধ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:২৩ এএম

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন সক্রান্ত সব সেবা গত ১০ জানুয়ারি থেকে বন্ধ। এতে প্রতিদিনই ঢাকাসহ সারা দেশের হাজার হাজার মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন সংক্রান্ত হেলপ লাইনের নম্বর ১০৫। ভুক্তভোগীদের অভিযোগ, এই নম্বরে ফোন করে যথাযথ সাড়া পাওয়া যাচ্ছে না। ১০ কোটি ৪২ লাখ ভোটারের তথ্য সংরক্ষণকারী সার্ভার বিকল হয়ে আছে ১০ জানুয়ারি থেকে। এরপর থেকে প্রতিদিনই বলা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। অবশ্য নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলছেন, সার্ভার ডাউন, এটা হতেই পারে। আবার আপ হয়ে যাবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে গতকালও বলা হয়েছে, আগামীকাল ঠিক হয়ে যাবে। কিন্তু যারা ভুক্তভোগী তাদের সংশয় কিছুতেই কাটছে না।
জাতীয়ভাবে জনগুরুত্বপূর্ণ এই সার্ভারটি কয়েক দিনের জন্য বন্ধ থাকবে, কিংবা এনআইডি সংক্রান্ত সেবা দেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে দেশের জনসাধারণকে এ বিষয়ে অবহিত করার জন্য বিজ্ঞপ্তি দেওয়াটা জরুরি ছিল। কিন্তু ইসি বা তাদের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ জাতীয় কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, তাদের বিদ্যমান সার্ভারটি ২০০৯ সালে ওরাকলের কাছ থেকে কেনা হয়। তাই সার্ভারটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সেবা দিয়ে থাকে ওরাকল। এই সার্ভারের মাধ্যমেই ইসি প্রতিদিন সারা দেশের কমবেশি ৫ হাজার লোককে সেবা দিয়ে থাকে।
আরও জানা যায়, ১০ বছরের পুরোনো এই সার্ভারটি এখন আর আগের মতো কাজ করছে না। তা ছাড়া ১০ কোটি ৪২ লাখ ভোটারের তথ্য সংরক্ষণের পর এই সার্ভারে এখন আর যথেষ্ট পরিমাণে জায়গাও নেই। যন্ত্রটি ১০ জানুয়ারি বিকল হয়ে পড়ে। এরপর যতবার তথ্য আপলোড করার জন্য দেওয়া হয়েছে ততবারই অর্ধেক কাজ করার পর তা ভন্ডুল হয়ে গেছে। যে কারণে নতুন ভোটার হওয়া, ভোটার তথ্য সংশোধন এবং হারানো এনআইডি নতুন করে তোলাসহ নিবন্ধন সংক্রান্ত সব ধরনের সেবা দেওয়ার কাজ বন্ধ আছে। তবে আর্থিক ও টেলিকমসহ অন্যান্য ১০৩টি প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার কাজ এখনো অব্যাহত আছে।



 

Show all comments
  • Mir Irfan Hossain ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৩ এএম says : 0
    নুরুল হুদা ভোট ডাকাত সেনাপতি । তার নেতৃত্বে তো এই অবস্থা হবেই।
    Total Reply(0) Reply
  • Zulfiqar Ahmed ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৬ এএম says : 0
    জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগটি সরকারের কাছ থেকে কখনই পর্যাপ্ত এবং প্রয়োজনীয় সহযোগিতা পায়নি।
    Total Reply(0) Reply
  • আজম ইউসুফ ঠাকুর ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৬ এএম says : 0
    সার্ভার ঠিক হয়ে যাবার পরে আপনারা নিউজ করলেন? এখন কাজ করেছে সার্ভার।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৭ এএম says : 0
    আমরা হতাশ হয়ে যাই কেন! বর্তমানে সরকারী বিভিন্ন দফতরে সেবার মান বৃদ্ধি পেয়েছে। সরকারী কর্মকতা কর্মীবৃন্দ অনেক আন্তরিক।
    Total Reply(0) Reply
  • আমিন মুন্সি ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৭ এএম says : 0
    আমি নিজে ১০৫ এ ফোন দিয়ে যথেস্ট সেবা পেয়েছি, এবং তারা খুব সুন্দর করে এবং আন্তরিকতার সাথে সেবা প্রদান করে থাকে যদিও বেশ কিছুটা সময় লাইনে অপেক্ষা করতে হয়, এটা বিরক্তিকর। অনেকেই মনে হয় জানে না ১০৫ শুক্র শনি খোলা থাকে না, তারা শুধু রবি থেকে বৃহস্পতি ৯-৫টা খোলা থাকে।
    Total Reply(0) Reply
  • MD. SHAHIN ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৮ এএম says : 0
    সার্ভারের বয়স বেড়ে এখন সার্ভার বুড়েপ হয়ে দুর্বল হয়ে পড়েছে। খুব মজা পেলাম।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৯ এএম says : 0
    সাধারণ মানুষে কত অসুবিধা তারা বুঝেন না। কয় দিনে কত বার অনলাইনে ভিজিট করতে কিন্তু কাজ হয় না।
    Total Reply(0) Reply
  • Ahsan Rabby ২২ জানুয়ারি, ২০১৯, ১:১৯ এএম says : 0
    আমাদের NID কার্ড শুধুই সিম কেনার জন্য। ভোট দেওয়ার জন্য না।
    Total Reply(0) Reply
  • Saifahmed Apu ২২ জানুয়ারি, ২০১৯, ১:২০ এএম says : 0
    আমারে ৪ বছর ওয়েট করিয়ে ৩০ টাকায় প্রিন্ট ও লেমোনোটিং করা নরমাল কার্ড ধরায়া দিছে
    Total Reply(0) Reply
  • Azmul Hoque Mamun ২২ জানুয়ারি, ২০১৯, ১:২০ এএম says : 0
    আজ আগারগাঁওয়ে যেয়ে ও কোন কাজ হলো না, সার্ভার নাকি ডাউন, কেন্দ্রীয় অফিসে এসেও যদি সমস্যার কোন কূলকিনারা করতে না পারি কই যাবো ঠিক বুঝে উঠা মুশকিল। কবে নাগাদ এই সমস্যা লাগব হবে তা ও ঠিক করে কিছু বলছে না তারা।
    Total Reply(0) Reply
  • Asrafur Neogi ২২ জানুয়ারি, ২০১৯, ১:২১ এএম says : 0
    কোন ডিজিটাল কাজ দেখতে হলে ১ যুগ অপেক্ষা করতে হবে এটা বাংলাদেশের জনগণের আপ্রান চেষ্টা।
    Total Reply(0) Reply
  • Samsad Reza ২২ জানুয়ারি, ২০১৯, ১:২১ এএম says : 0
    আমার মায়ের নাম সংশোধনের জন্য ৫ মাস আগে জমা দিয়েছে। কোনো খবর নাই। এনআইডি বাদে কিছুই করতে পারছে না। কে দেখবে এসব ??
    Total Reply(0) Reply
  • Samsad Reza ২২ জানুয়ারি, ২০১৯, ১:২১ এএম says : 0
    আমার মায়ের নাম সংশোধনের জন্য ৫ মাস আগে জমা দিয়েছে। কোনো খবর নাই। এনআইডি বাদে কিছুই করতে পারছে না। কে দেখবে এসব ??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ