Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কপোতাক্ষ তীরে আজ মধুমেলা শুরু

কেশবপুর থেকে মোঃ রূহুল কুদ্দুস | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আজ মঙ্গলবার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে শুরু হচ্ছে মধুমেলা। দেশ বিদেশের হাজার-হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এ মেলা। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার জন্য প্রস্তুত সাগরদাঁড়ি।

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে উৎসবে মেতে ওঠবে মাইকেল মধুসূদনের হাজার হাজার ভক্ত। মূলত ২৫ জানুয়ারি মধুসূদনের জন্মদিন উপলক্ষে সাগরদাঁড়িতে সপ্তাহ ব্যাপি মধুমেলার আয়োজন হলেও এসএসসি পরীক্ষার কারণে মেলা ৩দিন আগে ২২ জানুয়ারি প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। মেলা উপলক্ষে কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ, জমিদার বাড়ির আম্রকানন, বুড়োকাঠ বাদাম গাছতলা, বিদায় ঘাটসহ মধুপল্ল­ী হাতছানি দিয়ে ডাকছে মধুসূদন ভক্তদের। বর্ণিল সাজে সেজেছে সাগরদাঁড়ি। মেলা উপলক্ষে আছে নানা কর্মসূচী। ইতোমধ্যে প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

মধুমেলার সপ্তাহব্যাপী কর্মসূচী থেকে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সংসদ সদস্য মো. নাসির উদ্দিন, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক বিপিএম পিপিএম, বাংলাদেশ আ.লীগ যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার, আলোচকবৃন্দ রয়েছেন যশোর ইন্সটিটিউটের প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. মাহমুদ হাসান বুলু, আ.লীগ কেশবপুর শাখার সভাপতি এসএম রুহুল আমীন, যশোর বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রফিকুল ইসলাম পিটু, আ.লীগ কেশবপুর শাখার সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি জয়দেব নন্দী, ছাত্রলীগের প্রাক্তন উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক দেবাশীষ আইচ। সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দিবেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান।

এবারের মেলায় কুঠির শিল্প, গ্রামীণ পসরার পাশাপাশি সার্কাসের আয়োজন থাকবে। এছাড়াও প্রতিদিন সাগরদাঁড়ির মধু মঞ্চে আলোচনার পাশাপাশি নাটক, কবিতা আবৃতিসহ মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।
উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মো. মিজানূর রহমান জানান, মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে ইতোমধ্যে যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ