Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কঠোর হবার ঘোষণা মিকির

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে এপ্রিলে কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনুস। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব নিয়েই পাকিস্তান দলের শৃঙ্খলা, ফিটনেস ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে কোনো আপস করবেন না বলে জানিয়েছেন দলটির নতুন এই কোচ। চলতি মাসের শেষের দিকে পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করতে যাওয়া আর্থার জানিয়েছেন যে তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। ৪৭ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘আমরা যাতে অধিকতর ভালো ফলাফল করতে পারি সেই জন্য শৃঙ্খলার ক্ষেত্রে আমি অনেক কঠোর হব।’ ৪১ বছর বয়সী মিজবাহ-উল-হকদের নতুন বস আরো বলেন, ‘আমি চাই প্রত্যেকে দলের জন্য খেলবে। কোনো স্বার্থপর খেলোয়াড়কে আমি চাই না।’ দলের শক্তিশালী দিক উল্লেখ করে আর্থার বলেন, ‘আমাদের বোলিং ভালো আছে কিন্তু ব্যাটিংয়ে বড় ধরনের উন্নতি করতে হবে। আমরা ফিটনেস ও ফিল্ডিংয়ের বিষয়ও কঠিন হব। যারা দীর্ঘ দিন খেলতে পারবে তাদেরকে আমার দরকার। এ বিষয়গুলো অবহেলা করার মতো না। যে সব খেলোয়াড়দের বল প্রয়োগ করতে হয় না, আমি তাদেরকে চাই।’
আর্থার ইতোপূর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। প্রোটিয়াদের বস হিসেবে তিনি অনেক সাফল্য পেলেও অজিদের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হয়েছেন। ২০১৩ সালে ভারত সফরের সময় অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের দলের শৃঙ্খলা ভঙ্গের দায় চারজনকে বহিষ্কার করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঠোর হবার ঘোষণা মিকির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ