মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও তার পরিবারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের এজেন্টদের কাছে পিৎজা পৌঁছে দিয়েছেন। কানাডার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার তাদের মার্কিন সহকর্মীদের পিৎজা পাঠানোর পর বুশ নিজ হাতে তার নিরাপত্তায় থাকা ব্যক্তিদের পিৎজা পৌঁছে দেন। সিক্রেট সার্ভিসের এজেন্টদের কাছে পিৎজা তুলে দেয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম আপলোড করেছেন যুক্তরাষ্ট্রের ৪৩তম এই প্রেসিডেন্ট। সেখানে দেখা যাচ্ছে, তিনি তার নিরাপত্তাকর্মীদের অভিবাদন করছেন। এসময় তার হাতে রয়েছে তিনটি পিৎজার বাক্স। জুনিয়র বুশ নিজের একটি ছবির ক্যাপশন দিয়ে লিখেছেন, লরা বুশ ও আমি আমাদের সিক্রেট সার্ভিস কর্মকর্তা এবং দেশের লাখ লাখ ফেডারেল কর্মী, যারা বিনা বেতনে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সমর্থন দেয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানাই। মূলত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিপ্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর আংশিকভাবে অচল হয়ে পড়েছে মার্কিন সরকার। এর ফলে বিভিন্ন সরকারি অফিসের আট লাখের বেশি মানুষ বেতন ছাড়া প্রায় এক মাস ধরে কাজ করছেন। আর তাই এই সঙ্কট উত্তরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটদের সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বুশ। তিনি বলেন, উভয়পক্ষের নেতাদের উচিত রাজনীতিকে এক পাশে রেখে অচলাবস্থার অবসানে একমত হওয়া। উল্লেখ্য, অচলাবস্থার কারণে বিভিন্ন সরকারি পার্কসহ সিক্রেট সার্ভিস এজেন্টরা বেতন পাচ্ছেন না। ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।