মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক গোয়েন্দা কার্যালয়ের কাছেই ব্যাপক বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এটিকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলে একটি নিরাপত্তা শাখার কাছেই এ বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েজন নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। আগে থেকে পেতে রাখা বোমা নাকি আত্মঘাতী হামলায় এ বিস্ফোরণ ঘটেছে তাও পরিষ্কার হওয়া যায়নি। খবরে বলা হয়, ‘দামেস্কের দক্ষিণাঞ্চলীয় মহাসড়কে এই বিস্ফোরণ শোনা গেছে। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’ অপরদিকে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, মস্কো সিরিয়ার বিমানবন্দর পুনঃনির্মাণের চেষ্টা করছে। সেখানে আর কোনো হামলা সহ্য করা হবে না। রাশিয়ার কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা এ খবর দিয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, ইসরাইলের হামলার কারণে কয়েকটি এয়ারলাইন্স তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে। অথচ এসব এয়ারলাইন্স সিরিয়ায় তাদের ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল। ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়া ও তার মিত্রদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পর্যবেক্ষকরা মনে করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের লড়াই বিঘি্নত করতেই ইসরাইল এসব হামলা চালায়। সিরিয়ায় ইসরাইলের হামলা ঠেকাতে রাশিয়া দামেস্ক সরকারকে সম্প্রতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে। ইসরাইল এর বিরোধিতা করলেও তাতে কান দেয় নি মস্কো। আরব নিউজ, এএফপি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।