Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শশাঙ্ক মনোহরের পদত্যাগ

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহর পদত্যাগ করেছেন। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী বোর্ড পুনর্গঠন নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠার পর সরে দাঁড়ালেন তিনি। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরকে দেয়া পদত্যাগ পত্রে শশাঙ্ক লিখেছেন, ‘আমি বিসিসিআই’র সভাপতির পদত্যাগপত্র পেশ করলাম, যা এখন থেকেই কার্যকর হবে। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করা থেকে সরে দাঁড়ালাম।’ ২০১৫ সালের অক্টোবরে সাবেক সভাপতি জাগমোহন ডালমিয়া মারা গেলে দায়িত্ব নেন তিনি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন মনোহর। আইসিসি এই মাসের শেষের দিকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিবে। গত ফেব্রæয়ারিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল যে নতুন চেয়ারম্যানকে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে এবং তিনি একই সঙ্গে কোনো বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন না। মনোহরের পদত্যাগের পেছনে এটিই বড় কারণ হিসেবে জানিয়েছে একটি বিশেষ সূত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শশাঙ্ক মনোহরের পদত্যাগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ