Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় হারে শেষ শেখ জামালের

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে। তারপরও অনেকের আশা ছিল শেষটা ভালো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কিন্তু না তা আর হলো না। তিক্ত অভিজ্ঞতার সঙ্গে বড় হারা দিয়েই যথারীতি শেখ জামালের এএফসি কাপ মিশন শেষ হলো। টুর্নামেন্টের ‘ই’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সালের কাছে ৫-০ গোলে হেরেছে শেখ জামাল। গতকাল ফিলিপাইনের বাকোলোড সিটির পানা অ্যাড পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সেরেস লা সালে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায়। এসময় স্প্যানিশ তারকা বিয়েনভেনিদো মারানোন গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন (১-০)। এরপরই যেন গোল উৎসবে মাতে আরেক স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান গালার্দো। শেষ পর্যন্ত তিনি হ্যাটট্রিক করতে সমর্থ্য হন। ৯ মিনিটে গালার্দো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ম্যাচের শুরুতেই দু’গোল হজম করে ব্যাকফুটে চলে যায় শেখ জামাল। যা তাদেরকে আর ম্যাচে ফেরাতে পারেনি। ৫৭ মিনিটে আদ্রিয়ান গালার্দো নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন (৩-০)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৬৪ মিনিটে চতুর্থ গোলটি পায় সেরেস লা সালে। এই গোলটিও আসে স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান গালার্দোর পা থেকেই। যার ফলে হ্যাটট্রিক পেয়ে যান তিনি (৪-০)। ৭০ মিনিটে ফিলিপাইন জাতীয় দলের ফরোয়ার্ড প্যাটট্রিক রেইচেল্টের গোলে ব্যবধান ৫-০ তে নিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত এই ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে বাংলাদেশের দলটি। ছয় ম্যাচ শেষে তিন জয় ও তিন ড্র’তে ১২ পয়েন্ট পেয়ে গ্রæপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা পেলো ফিলিপাইনের দলটি। টানা চার হারের পর বাংলাদেশের চ্যাম্পিয়নদের একমাত্র জয়টি আসে গত ২৬ এপ্রিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের ক্লাব ট্যাম্পাইন রোভার্সের বিপক্ষে ওই ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছিলো শেখ জামাল। তবে এই জয়ের সুখস্মৃতি শেষ ম্যাচে কোন কাজেই আসলো না তাদের। বড় ব্যবধানে হেরেই টুর্নামেন্ট শেষ হলো শেখ জামালের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড় হারে শেষ শেখ জামালের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ