Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ পূর্ণগ্রাস চাঁদে ‘সুপার ব্লাড মুন’, দেখা যাবে না বাংলাদেশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ৫:১২ পিএম

আজ রাতে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদ। সূর্যের আলো পড়বে না তার গায়ে, একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই ভাবেই গ্রহণ লাগবে চাঁদে। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটাই এ বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজই চাঁদ আমাদের চোখে ধরা পড়বে একটু অন্য রকম রঙে। অন্য রকম চেহারায়। যার নাম- ‘সুপার ব্লাড মুন’। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশ ও ইউরোপের কয়েকটি দেশ থেকে। তবে বাংলাদেশ থেকে দেখা যাবে না এই গ্রহণ। এশিয়া মহাদেশের কোনও দেশ থেকেই এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।
প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (পিএসটি) অনুসারে ২০ জানুয়ারি, রোববার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। যা বাংলাদেশ সময়ে ২১ জানুয়ারি, সোমবার সকাল ৯টা ৩ মিনিট। দিনে সূর্যের আলোয় ঢাকা পড়ে যায় চাঁদ। তাই এ বার বাংলাদেশে থেকে দেখা যাবে না সেই গ্রহণ।
এই চন্দ্রগ্রহণের সময় চাঁদের দিকে তাকালে দেখা যাবে লাল রঙের আভা। প্রতিসরণের (রিফ্র্যাকশান) ফলে আলো পৃথিবী থেকে ঠিকরে চাঁদের অন্ধকার জায়গায় গিয়ে পড়ার জন্যই চাঁদকে লাল রঙের দেখায়। তাই সেই চাঁদকে বলা হয় ‘ব্লাড মুন’। গ্রহণ চলার সময় পৃথিবীর খুব কাছে থাকবে চাঁদ। তার ফলে, চাঁদকে স্বাভাবিকের তুলনায় চেহারায় প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে। তাই লাল চাঁদ হয়ে উঠবে ‘সুপার ব্লাড মুন’।
এ বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সৌভাগ্য না হলেও, ২০১৯-এর মাঝামাঝি আবার চন্দ্রগ্রহণ হবে। ১৬-১৭ জুলাই। আংশিক চন্দ্রগ্রহণ। সেই গ্রহণ অবশ্য দেখা যাবে বাংলাদেশ থেকেও। সূত্র: ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ