Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবধান কমালো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

প্রায় এক মাসের শীতকালীন বিরতি শেষে গতকাল মাঠে নামলো বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ম্যাচে হফেনহেইমকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমন্ডের সঙ্গে ব্যবধান কমিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন লেয়ন গোরেস্কা। অন্যটি রবার্ট লেভান্দোভস্কির।

এবারের লিগ মৌসুমটা ঠিক বায়ার্নসুলভ হচ্ছে না। গত মৌসুমে পুরো লিগে তারা হেরেছিল ৪ ম্যাচ, ৩টিতে ড্র। এবারের মৌসুমে অর্ধের রাস্তা পেরোনোর আগেই তারা তিনটি করে ম্যাচে পরাজয় ও ড্রয়ের স্বাদ নেয়। সুযোগটা কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেয় ডর্টমুন্ড। ১৭ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা। ১৩ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তাদের পরে বায়ার্ন। গত রাতে চতুর্থ স্থানে থাকা লাইপজিগকে হারিয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল ডর্টমুন্ডের সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবধান কমালো বায়ার্ন

২০ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ