মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে তীব্র দাবদাহ চলছে অস্ট্রেলিয়ায়। গরমে জীবন ওষ্ঠাগত হওয়ার দশা। দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ ১০ দিনের ৫টিই সাম্প্রতিক সময়ে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক দিন থেকেই দেশটিতে এ তীব্র দাবদাহ শুরু হয়। দাবদাহের প্রভাবে সেখানে বন্য পশু-পাখির মৃত্যুসহ, দাবানলের ঘটনাও ঘটেছে। তীব্র তাপে লোকজন অসুস্থ হয়ে পড়ছে। ফলে ভিড় বাড়ছে দেশটির বিভিন্ন হাসপাতালে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, প্রাথমিক তথ্যমতে বর্তমানে দেশটির গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। নিউ সাউথ ওয়েলসের নুনা শহরে রাতের বেলায় ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে যেকোনো স্থানের রাত্রিকালীন তাপমাত্রার রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো অফিস। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।