রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসাকে মৌলবাদ, জামায়াত-শিবির তৈরীর কারখানা বলে মিথ্যা অপবাদের প্রতিবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশের বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়।
গতকাল শনিবার দুপুর ১২টায় আলারদর্গা বাজারে ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। দৌলতপুরের কল্যাণপুরী পীরের দরবার শরীফের ওরশ মাহফিল উপলক্ষে আল্লারদর্গা বাজারে তোরণ নির্মাণ করতে গেলে ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা তোরণ নির্মাণে বাঁধা দেয়। এ নিয়ে পীরের অনুসারীরা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে ১৭ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরই প্রতিবাদে গতকাল আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে পুলিশের বাঁধায় তা পন্ড হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার সুপার মাওলানা সামসুল হক ও আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি হবিবর রহমান লস্করসহ অন্যান্যরা। মানববন্ধন ও মিছিলে মাদরাসার কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।