Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধবিরতি লঙ্ঘন ভারতের সামরিক উচ্চাকাক্সক্ষার বহিঃপ্রকাশ : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেছেন যে, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন ভারতের সামরিক উচ্চাভিলাষ প্রমাণ করে। বৃহস্পতিবার ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পাকিস্তানে বর্ডার এ্যাকশন টিম থাকার দাবি করে ভারত। কিন্তু পাকিস্তানের এ ধরনের কোন বাহিনী নেই। দেশের জনগণকে রক্ষার দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীর উপর এবং এটি একটি পেশাদার বাহিনী। মুখপাত্র আরো বলেন, পাকিস্তান সদিচ্ছার সঙ্গে আফগান শান্তি প্রক্রিয়ায় সহায়তা এবং সহজ করার চেষ্টা চালিয়ে যাবে। একটি আফগান নেতৃত্বাধীন ও আফগান মালিকানাধিন শান্তি প্রক্রিয়ার মধ্যে আফগান সমস্যার সমাধান নিহিত বলেও উল্লেখ করেন তিনি। তিনি জানান যে, যুক্তরাষ্ট্রের বিশেষ আফগান দূত জালমি খলিলজাদ ইসলামাবাদ রয়েছেন। তিনি আফগান শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তানি নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন। কাশ্মির প্রসঙ্গে পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, পাকিস্তান অব্যাহতভাবে অধিকৃত কাশ্মিরের জনগণের প্রতি জোরালো রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাবে। কাশ্মিরের জনগণ ভারতীয় নৃশংসতার শিকার হচ্ছে। বিশ্বব্যাপী পাকিস্তানের মিশনগুলো কাশ্মিরে ভারতীয় দখলদারবাহিনীর নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিভিন্ন দেশের কাছে তুলে ধরবে বলেও উল্লেখ করেন তিনি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ