Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার বিরুদ্ধে রিয়ানার মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

গায়িকা রিয়ানা তার নামে নিবন্ধনকৃত ব্র্যান্ড ‘ফেন্টি’ অনুমতি না নিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তার বাবা রনাল্ড ফেন্টির বিরুদ্ধে মামলা করেছেন। টিএমযির সংগৃহীত এক মামলার বিবরণ থেকে জানা গেছে রিয়ানা দাবি করেছেন তার বাবা রনাল্ড তার অনুমতি না নিয়ে ২০১৭ সালে ফেন্টি এন্টারটেইনমেন্ট নামে একটি ট্যালেন্ট ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। রিয়ানা এর বেশ আগেই ফেন্টি নামটি নিবন্ধন করে বেশ কয়েকটি বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করেন; এর মধ্যে আছে-বিখ্যাত ফেন্টি বিউটি লাইন। রিয়ানার দাবি তিনি (বাবা) তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে মুনাফা লাভের প্রয়াস পেয়েছেন। ৩০ বছর বয়সী গায়িকাটির দাবি তার বাবা এবং বাবার পার্টনার বিজ্ঞাপনে এমন আভাস দিয়েছেন যেন তারা তারই প্রতিনিধিত্ব করছেন। এছাড়া তারা উল্লেখিত প্রতিষ্ঠান থেকে ২০১৭’র ডিসেম্বরে লাতিন আমেরিকায় ১৫ মিলিয়ন ডলারের বিনিময়ে তার ১৫টি কনসার্টের চুক্তি করার চেষ্টা চালান। রিয়ানার দাবি তার বাবা ফেন্টি নামে একটি রিজর্ট হোটেল তৈরির ব্যর্থ প্রচেষ্টা চালান। তিনি জানান সে সময় তিনি বিষয়গুলো অগ্রাহ্য করে যান। তিনি আশা করেন আদালত তার ব্র্যান্ড ব্যবহার করে মুনাফা করায় তার বাবা তার পার্টনারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ