বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মোঃ সিরাজুল সালেকিন ওরফে জনী (৩৪) নামে এক পাঠাও চালককে গ্রেফতার করেছে র্যাব-৩। গতকাল দুপুরে রামপুরার ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জনী পুরান ঢাকার বংশালের মাহুতটুলী এলাকার মৃত সাইফুদ্দিন আহম্মেদের ছেলে।
র্যাব-৩ এর অপারেশন অফিসার বীনা রাণী দাশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। র্যাব জানায়, সিরাজুল পাঠাও চালানোর আড়ালে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় তার নির্দিষ্ট কিছু ক্রেতা রয়েছে। এর বাইরে চাহিদার ভিত্তিতে রাজধানী ও আশপাশের এলাকায় ইয়াবা পৌঁছে দিত সে। তার সাথে আরও কয়েকজন জড়িত আছে। তাদের ধরতে অভিযান চলছে।
র্যাব-৩ পৃথক আরেকটি অভিযানে কামরাঙ্গীরচর এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন ওরফে তোতা মিয়া (৩৮) ও তার সহযোগী মোঃ হাসানকে (২৫) গ্রেফতার করে। তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১টি ফায়ারকৃত গুলির খোসা ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত দু’জন মাদক ব্যবসাসহ সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। তারা ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ১৭০ পুরিয়া হেরোইন ও ২১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
এছাড়া গত বুধবার রাতে উত্তর বাড্ডার একটি ফ্ল্যাট থেকে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তারা হলোÑ তাজুল ইসলাম, রোকসানা বেগম ও লিপি আক্তার। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা এবং ১ হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।