মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৃটিশ পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি প্রত্যাখান হওয়ার দুই ঘন্টা পরে মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের সঙ্গে এক ‘কনফারেন্স কলে’ কথা বলছিলেন বৃটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। সেখানে ব্রেক্সিট নিয়ে কিছু স্পর্শকাতর মন্তব্য করেন তিনি। প্রায় এক ঘন্টা ব্যাপী তার এই কলের রেকর্ডিং বুধবার রাতে ফাঁস হয়ে গেলে ব্রিবতকর অবস্থায় পড়ে যান অর্থমন্ত্রী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়, কনফারেন্স কলে দ্রুতই চুক্তিবিহীন ব্রেক্সিটের ঝুঁকি দূর হবে বলে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সরকারি নীতির ব্যতিক্রম ঘটিয়ে ইইউ’র সঙ্গে সম্পর্ক নিয়ে লিসবন চুক্তির আর্টিকেল-৫০ বাতিল করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বেক্সিট নিয়ে আতঙ্কের কথা তুলে ধরে ব্যবসায়ী নেতারা দ্বিতীয় ব্রেক্সিট গণভোটের দাবি তোলেন। এর প্রেক্ষিতে হ্যামন্ড তাদের আশ্বস্ত করে বলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা চুক্তিবিহীন বিচ্ছেদের বিরুদ্ধে। এসময় তিনি চুক্তিবিহীন বিচ্ছেদের বিরোধীতা করে বলেন, এটা বৃটিশ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর। সাবেক মন্ত্রী নিক বোলসের প্রস্তাবের মাধ্যমে কিভাবে চুক্তিবিহীন বিচ্ছেদ ঠেকিয়ে দেয়া যায়, আলাপচারিতায় সে বিষয়টিও উঠে আসে।
কনফারেন্স কলে অংশগ্রহণকারী বাকীরা হলেন- সিমেন্স, অ্যামাজন, স্কটিশ পাওয়ার, টেস্কো ও বিপির প্রধান। তারা চুক্তিবিহীন ব্রেক্সিটের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে অর্থমন্ত্রী ইঙ্গিত দেন, প্রয়োজনে সরকার কাস্টমস ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে পারে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।