Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিগেডে ‘মৃত্যুঘণ্টা’ বাজাবেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

এপ্রিল-মে মাসে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করেছে এক মহাসমাবেশের। এই মহাসমাবেশের লক্ষ্য বিজেপিকে হটানো। এতে যোগ দেবেন বিজেপিবিরোধী অন্তত ২২টি দলের নেতৃবৃন্দ। তৃণমূল জানিয়েছে, এই সমাবেশ থেকে মোদি সরকার হটানোর ডাক দেওয়া হবে। সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বিজেপির প্রতীকী ‘মৃত্যুঘণ্টা’ বাজাবেন।
তৃণমূল সূত্রে জানা যায়, আমন্ত্রণে সাড়া দিয়ে লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গেকে ব্রিগেডে পাঠাচ্ছে কংগ্রেস। তবে সমাবেশ নিয়ে ‘মুখ ঘুরিয়ে’ রয়েছে প্রদেশ কংগ্রেস। কারণ, যে ১৭ জন বিধায়ককে নিয়ে রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের টানাপড়েন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড-মঞ্চে থাকবেন তারাও। কাগজে-কলমে এখনও তারা কংগ্রেসের বিধায়ক। কিন্তু পরিষদীয় রাজনীতির বাইরে তারা তৃণমূল। দলত্যাগীদের এই সমাবেশে আমন্ত্রণ জানালেও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পরিষদীয়মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্দিষ্ট করে কারও কথা বলতে পারব না। বিজেপি বিরোধী এই মঞ্চে মমতা সবাইকে চাইছেন।’
সমাবেশে প্রায় বিজেপি বিরোধী নেতারাই যোগ দেবেন। এদের মধ্যে থাকবেন কর্ণাটকের জনতা দল (সেক্যুলার) নেতা ও মুখ্যমন্ত্রী এইচ কুমারস্বামী, এই দলেরই ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ দেবগৌড়ও, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও সাংসদ অভিষেক মনু সিংভি, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিহারের রাষ্ট্রীয় জনতা দলের অন্যতম নেতা ও লালুপুত্র তেজস্বী যাদব, তামিলনাড়ুর ডিএমকে দলের নেতা এম কে স্ট্যালিন, বিহারের লোকতান্ত্রিক জনতা দলের নেতা শারদ যাদব, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বিদ্রোহী নেতা যশোবন্ত সিনহা, শত্রুঘœ সিনহা, অরুণ শৌরি, ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড বিকাশ মোর্চার নেতা বাবুলাল মারান্ডি, অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রী গেগং আপাং, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতসহ আরও অনেকে।
সমাবেশে সম্ভাব্য নেতাদের তালিকায় নাম যোগ হচ্ছে রোজই। বুধবারের খবর, আসবেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং। বেশ কয়েক দফা সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। কংগ্রেস ছেড়ে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। বুধবার তিনি বিজেপি ছেড়েছেন। শিবু সোরেনের ছেলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডিও আসবেন। এই রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি ব্রিগেডের সভায় উপস্থিত থাকবেন।
এদিকে, ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে বিজেপিকে রথযাত্রার অনুমতি না দেওয়ায় ধাক্কা খেয়েছে বিজেপি। বিকল্প হিসেবে ২০ জানুয়ারি থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাইকেলযাত্রা। এই সাইকেলযাত্রার মাধ্যমে বিজেপির কর্মী ও সমর্থকেরা আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে শামিল হবেন। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে সভাসমাবেশ করবে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যোগ দেবেন এই রাজ্যের পাঁচটি বড় জনসভায়। এ ছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় সমাবেশ যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া প্রধানমন্ত্রী আরও দুটি জনসভা করবেন পশ্চিমবঙ্গে। সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিগেডে ‘মৃত্যুঘণ্টা’ বাজাবেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ