Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সুধিজনরা। গতকাল রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলার বিষয়ক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, শান্তির নগরী হিসেবে খ্যাত রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ করে অবনতি ঘটে। একের পর এক খুন-খারাবি পর পর হতে থাকায় মানুষ আতংকিত ও উদ্বিগ্ন। সভায় গত ২২ এপ্রিল ঘটে যাওয়া রাজশাহী নগরীর হোটেল নাইসে জোড়া খুন, পরের দিন ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় বাড়ির সামনে গলির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা, পরের দিন ২৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নেতা জিয়াউল হক টুটুকে নিজ চেম্বারে গুলি করে হত্যা এবং সর্বশেষ নগরীর গনকাপাড়া এলাকায় এমরায় জুয়েলার্স দুর্ধর্ষ ডাকাতির ঘটনা নিয়ে সবাই আলোচনা করেন। এ সব ঘটনায় অপরাধীদের আইনের মুখোমুখি করতে না পারার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভির হায়দার চৌধুরী এ সব অপরাধ সংঘটিত হওয়া এবং পরবর্তীতে পুলিশের পদক্ষেপগুলো তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ