Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আস্থা ভোটে জিতলেন গ্রিসের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

আস্থা ভোটে জিতলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। ৩০০ আসনের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে ১৫১ জন এমপি’র সমর্থন নিশ্চিত করতে সক্ষম হন তিনি। এর ফলে আগাম নির্বাচন এড়াতে সক্ষম হয়েছেন তিনি। একইসঙ্গে প্রতিবেশী দেশ মেসিডোনিয়া’র নতুন নামকরণ নিয়ে উদ্ভূত রাজনৈতিক বিতর্কে নিজের অবস্থান সংহত করলেন তিনি। বুধবারের ভোটাভুটিতে অংশ নেন ২৯৯ জন এমপি। নিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বামপন্থী দলের ১৪৫ এমপি’র বাইরে অন্য ছয় এমপি’র সমর্থন লাভে সক্ষম হন অ্যালেক্সিস সিপ্রাস। এর ফলে সামান্য ব্যবধানে আস্থা ভোটে উতরে যান তিনি। প্রতিবেশী দেশ মেসিডোনিয়ার নাম পরিবর্তন সংক্রান্ত চুক্তি নিয়ে বিতর্কের জেরে ক্ষমতাসীন জোটসঙ্গী পদত্যাগ করলে পার্লামেন্টে এ আস্থা ভোটের মুখে পড়েন অ্যালেক্সিস সিপ্রাস। নাম পরিবর্তনের এই পদক্ষেপের ফলে ইউরোপের আরেক দেশ গ্রিসের সঙ্গে মেসিডোনিয়ার ২৭ বছর ধরে টানাপড়েন চলছে। সাবেক যুগোস্লাভিয়া ভেঙ্গে যখন মেসিডোনিয়া আলাদা রাষ্ট্র হয়, তখন থেকেই নাম নিয়ে তাদের সঙ্গে গ্রিসের তীব্র বিরোধ চলছে। স¤প্রতি মেসিডোনিয়ার নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী উত্তর মেসিডোনিয়া করায় অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি রাজ্যের নাম মেসিডোনিয়া হওয়ায় দেশ হিসেবে মেসিডোনিয়ার নাম নিয়ে আপত্তি ছিল তাদের। আনাদোলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটে জিতলেন গ্রিসের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ